মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছারিতার অভিযোগ এনে অনাস্থার প্রস্থাব দিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ৮ ইউপি সদস্য।প্যানেল চেয়ারম্যান-১ মো.আব্দুস সাত্তারকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যান-২ মো.হাবিবুর রহমান তালুকদারকে দায়িত্ব দিতে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।
সোমবার (১২ মে)বিকেলে লিখিত এই প্রস্থাব মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য মো.হাবিবুর রহমান তালুকদার।
অভিযোগকারীরা জানিয়েছেন,বিগত আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও দুইজন ইউপি সদস্য আত্মগোপনে রয়েছেন।তাই দীর্ঘদিন ধরে ১০ জন সদস্য দিয়ে পরিষদের কার্যাক্রম পরিচালিত হচ্ছে।পরিষদের ১০ সদস্যের মধ্যে ৮ জনের উপস্থিতে গতকাল এক মাসিক জরুরী সভা অনুষ্টিত হয়েছে।জরুরী সভায় উপস্থিত ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রস্থাব আনা হয়েছে।
প্রস্তাবে স্বাক্ষরকারী ইউপি সদস্যরা হলেন,কাকলী রাণী তালুকদার,মোছা.জেসমিন আক্তার,মোছা. রোকেয়া আক্তার,মো.হাবিবুর রহমান তালুকদার,সনেট তালুকদার, সুমন চন্দ্র বর্মণ,সুশীল চন্দ্র বিশ্বাস ও আলী উসমান।
অনাস্থা প্রস্থাবে বলা হয়েছে,ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।আব্দুস সাত্তার প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দায়িত্বে অবহেলা,নিয়মিত অফিস না করাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে ইউপি সদস্যদের সাথে সমন্বয় করছেন না।ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্ধে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা করছেন বলেও অনাস্থার প্রস্থাবে উল্লেখ করেছেন তারা।তাই জনস্বার্থে এসব সমস্যার সমাধানে ৮ জন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পরিবর্তনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত প্রস্থাব পেশ করেছেন।
এই বিষয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন,’ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের নিয়েই পরিষদের কাজ করা।প্রত্যেক মাসের রেজুলেশন অফিসে রয়েছে।মূলত এই পরিষদের মধ্যে একমাত্র আমিই বিএনপি করি,তাই আওয়ামীগের দোষররা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে।’
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)উজ্জ্বল রায় বলেন,’মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব পেয়েছি। এই বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।