বাংলাদেশ

সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের ধর্মান্তর্র মিশু সিংহ

  প্রতিনিধি ১৩ মে ২০২৫ , ৪:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ

আহমদ রেজা, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ গত কাল ১৩ই মে রোজ সোমাবার চীপ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত হলফনামা অনুযায়ী মিশু সিংহ নামে এক যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ইসলাম ধর্ম গ্রহন।

গত ৮ই মে মিশু জানান তিনি সজ্ঞানে ভালো মন্দ জানিয়ে শপথ করে ঘোষণা করেছি। আমি আমার হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করিলাম। আমার ব্যাক্তিগত জীবনে অতীতে অনেক কিছু দেখেছি। একদিন এসব বিষয় মনে হল ইসলাম ধর্ম শান্তি ধর্ম,আলোর পথ দেখায় মানুষের মাঝে ফিরিয়ে দেয় প্রশান্তি । এত সব পূজারী,এত কিছুর মাথা নত নয়। তারা এক আল্লাহ উপাসনা করেন।

নিজের পূর্বের ধর্মের কথা ভেবে ইসলাম ধর্মের সাথে মিলে দেখলাম তারা মৃত্যু ব্যাক্তি মরা দেহ সুন্দর করে দাফন করে। আমাদের ধর্মে চিতায় ছড়ায় কত না কষ্টের সব। দিন শেষে সব কিছু পরে পায়লাম ইসলাম শান্তির পথ তাই নিজ থেকে ইসলাম গ্রহনের সিদ্ধান্ত নেয় আমি।

তা ছাড়া এ ধর্মে এক আল্লার একাত্ববাদ, সুন্দর ও স্বাধীনতাপূন্য। আমি একজন হিন্দু সম্প্রদায়ের মিশু সিংহ আজ আমার নাম আবদুর রহমান আমার অনেক ভালো লাগছে।
অতীতের সব কিছু বাদ দিয়ে ইমান কে মজবুত করতে আখিরাতে ভাবনায় ইহকাল পরকালের শাস্তির চিন্তা করে। নিজে এ সিদ্ধান্ত গ্রহন করি।

গত ৮মে এক জন মৌলবি সাহের মাধ্যমে কালিমা শাহাদাত ও চার কুল পাঠ করে। ইসলাম ধর্মে মনস্থির করি পূর্বের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করি।।

আমি নিজের সহ কোর্টের হলফনামার মাধ্যমে আমি কাহারো বিনা প্ররোচনায় নই নিজ সিদ্ধান্তে নিজে ভেবে চিন্তে এক মনে এক প্রাণে আল্লাহ বিশ্বাস করে ও এক অদ্বিতীয় তাহার কোন শরীরিক তা মেনে ইসলাম ধর্ম গ্রহন করিলাম এবং আমার পূর্বের নাম – মিশু সিংহ (আবদুর রহমান নাম পরিবর্তন ইসলাম ধর্ম গ্রহন)- (২৭)

জন্ম তারিখ :-(১৬ -১২-১৯৯৬)সাল
জাতীয় পরিচয় পত্র নাম্বার :- ৫১১৮০১০০১৫
পিতা :- নেপাল সিংহ,
মাতা :- সেবিকা সিংহ,
গ্রাম বন্দর আদিনাথ সিংহের বাড়ী,সাবেক থানা আনোয়ারা, বর্তমান কর্ণফুলী, চট্টগ্রাম।
ধর্ম : – হিন্দু ধর্ম (বর্তমানে ইসলাম ধর্ম )
জাতীয়তা : – বাংলাদেশী।।

Author

আরও খবর

Sponsered content