মোঃ আসিফুজ্জামান আসিফ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে গত এক মাস ধরে দশ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এঘটনায় নিখোঁজ ওই মাদ্রাসা শিক্ষার্থীর পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক আর উৎকণ্ঠা বিরাজ করছে। এঘটনায় সাভার মডেল থানায় এক নিখোঁজের সাধারণ ডায়রি জিডি করা হয়েছে। নিখোঁজের এক মাস হয়ে গেলেও শিশুটিকে না পাওয়ায় বাবা দিন রাত আতঙ্কে সময় পার করছেন।
নিখোঁজ ওই শিশুর বাবা ফরহাদ মিয়া বলেন,তার ছেলে গোলাম রব্বানী রাজফুলবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসায় পড়াশুনা করতেন। গত এক মাস আগে শিশুটি মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। এঘটনায় আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি জিডি করা হয়।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন,নিখোঁজ শিশুটির সন্ধ্যানে তারা কাজ করে যাচ্ছে।