সারাদেশ

নড়াইলের লোহাগড়ায় দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা হলো খাজা মোল্যাকে

  প্রতিনিধি ১৪ মে ২০২৫ , ৯:৫৩:৩০ প্রিন্ট সংস্করণ

মোঃ মাহফুজুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে দিনে-দুপুরে খাজা মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

নিহত খাজা মোল্যা কুমারডাঙ্গা গ্রামের পার-ঈসাখালি এলাকার বাসিন্দা এবং লবা মোল্যার ছেলে। স্বজনদের বরাতে জানা গেছে, সকালে চা পান করতে নিজ বাড়ি থেকে কুমারডাঙ্গা বাজারে গেলে সেখানেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশের নেতৃত্বে এসেকেন্দার, ইনসান, রবিউল, শরিফুল, রহমতুল্লাহ, সাইফুল, লাহাব, রাসেল, রাহাত, রনি, মান্না, মাসুমসহ ১৫-২০ জন খাজা মোল্যাকে ঘিরে ফেলে এবং বাজারে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

তাকে গুরুতর অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।

Author

আরও খবর

Sponsered content