সারাদেশ

মেহেরপুর আমঝুপীতে কলা চুরিকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে যখম

  প্রতিনিধি ১৪ মে ২০২৫ , ৪:০৮:৪৯ প্রিন্ট সংস্করণ

কুপিয়ে জখম প্রতিক্রিয় ছবি

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা শেখপাড়া এলাকার মাঠে ইনারুল নামের এক ব্যক্তির কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মতিরুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে, তার হাতে থাকা দেশীয় অস্ত্র হাশুয়া দিয়ে জমি মালিক ইনারুলকে কুপিয়ে যখন করেছেন,

বুধবার ১৪ মে-২০২৫ দুপুরের দিকে আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মাঠে এই ঘটনা ঘটে,
ঘাতক মতিরুল খোকসা গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে, হামলার শিকার ইনারুল একই গ্রামের মুনসুর শেখের ছেলে।
ঘটনার সূত্রে জানায় যায়, আজ দুপুরের দিকে ঘাতক মতিরুল মাঠে ইনারুলের কলাবাগান থেকে কলার কান্দি কেটে চুরি করে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় কলার বাগান মালিক ইনারুল সেখানে পৌঁছিয়ে ঘাতক মতিরুল কে কলা কাটার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও নিষেধ করেন,এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে ঘাতক মতিরুলের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ইনারুলের উপর হামলা চালায়,অস্ত্রের কপে ইনারুল গুরুতর আহত হয়, বিপদ বুঝতে পেরে শটকে পড়ে ঘাতক মতিরুল, পরে স্থানীয় কৃষকরা ইনারুল কে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন,হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ইনারুলের অবস্থা আশংকা যনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

Author

আরও খবর

Sponsered content