সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পূজা মন্ডপে জোরে গান বাজানোকে কেন্দ্র করে একই এলাকার দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন এবং একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ মে ২০২৫) রাত প্রায় সাড়ে ১১ টায় এই উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল ফারাজিপাড়ার হিন্দু সম্প্রদায়ের মধ্যে শিব মন্দির এলাকায় এঘটনা ঘটে। আহতরা হল, একই এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ সোহেল ও মোঃ ভুট্টোর ছেলে আলিম ও আটককৃত যুবক হল মোঃ পিন্টুর ছেলে মোঃ আলিউল ইসলাম ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার ধুপইল শিব পূজা মন্ডপে উচ্চ শব্দে সাউন্ডে গান বাজানো হচ্ছিল। এসময় স্থানীয় বাসিন্দা পিন্টু উচ্চ শব্দে আপত্তি জানালে এনিয়ে সোহেলের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসী এঘটনায় নিন্দা প্রকাশ করেছে।