অভিযান

মেহেরপুরে বকেয়া বিদ্যুৎ বিলের কারনে সংযোগ বিচ্ছিন্ন অভিযান অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৬ মে ২০২৫ , ১:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে বিদ্যুৎতের বকেয়া বিলের কারনে সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ(ওজোপাডিকো)।

বৃহস্পতিবার ১৫ মে-২০২৫ সকালে জেলা প্রশাসনের সহায়তায় শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়, অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা ও আবীর আনসারী।
অভিযানে মেহেরপুর ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ওজোপাডিকোর আওতায় যেসকল গ্রাহক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে না, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে এবং বাড়ির লাইন দিয়ে বাণিজ্যিক লাইন চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে,ইতোপূর্বে তাদেরকে বিল পরিশোধের বারবার অবগত করা হয়েছে,বিষয়টি তারা গুরুত্ব সহকারে না নেওয়ায় আজকে এই অভিযান,এই অভিযান আগামী মাস পর্যন্ত চলমান থাকবে,এসময় সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content