শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন চাঁপাইনবাবগঞ্জে শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন কুয়েতে ভিসা সত্যায়ন ব্যবস্থা চালু প্রবাসীদের সুরক্ষায় রাষ্ট্রদূতের নতুন উদ্যোগ নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার শাশুড়ি আটক রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেফতার গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল: জোরপূর্বক অবৈধ কাজে বাধ্য, শেষে তালাক ঠাকুরগাঁও সরকারি হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে দুদকের অভিযান “ক্ষমতার লোভ নতুন স্বৈরাচার তৈরি করবে-আল্লামা ইমাম হায়াত”, চেয়ারম্যানঃ ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ ময়মনসিংহে পথশিশুদের দিয়ে চলছে ব্যবসা পিরোজপুরে ভুয়া গোয়েন্দা আটক

পাঁচবিবিতে আনিছের ভুট্টা চাষে সাফল্য

Muktakathan News
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৬ Time View

আল আমিন,জয়পুরহাট প্রতিনিধিঃ স্বল্প সময় ও খরচে অধিক মুনাফা—এ কারণেই ধান, পাট, গম, আলু, সরিষাসহ অন্যান্য ফসলের পাশাপাশি ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা। ভুট্টা চাষে সার, কীটনাশক ও শ্রমিক খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় দিন দিন এই ফসলের চাষ বাড়ছে। কৃষকদের উৎসাহ দিতে উপজেলা কৃষি অফিসও পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা প্রদান করছে।

পাঁচবিবি উপজেলার আয়মা গ্রামের কৃষক আনিছুর রহমান আনিছ এ বছর ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। সব মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় ৭৫ হাজার টাকা। বর্তমানে তিনি জমি থেকে ভুট্টা সংগ্রহ করছেন। আনিছ জানান, প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ মণ ভুট্টার ফলন পেয়েছেন। তিনি বলেন, “আমি সাধারণত ধান ও সবজি চাষ করতাম। এবারই প্রথমবারের মতো ভুট্টা চাষ করেছি। ধান ও সবজির তুলনায় ভুট্টা চাষে লাভ অনেক বেশি।”

এছাড়াও উপজেলার বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নেও ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। বিশেষ করে ছোট যমুনা নদীর পাড়ঘেঁষা জমিগুলোতে এই ফসলের চাষ বেশি দেখা গেছে। ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান গ্রামের কৃষক কেরামত আলী বলেন, “আমি যমুনা নদীর পাড়ের ৩ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছি। ফলন ভালো হয়েছে। বর্তমানে বাজারে প্রতি মণ ভুট্টা সাড়ে ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে বিক্রি করতে পারলে খরচ বাদ দিয়ে ভালো লাভ হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান জানান, চলতি মৌসুমে পাঁচবিবি উপজেলায় প্রায় ৪০০ বিঘা জমিতে ভুট্টার চাষ হয়েছে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102