রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
পাঁচবিবি ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নের ১০ গ্রামের মানুষ কোনো প্রতিশ্রুতিই আর বিশ্বাস করে না সাভারে ‘চোর সন্দেহে’ যুবককে গাছে বেঁধে ৩ ঘণ্টা নির্যাতন, শরীরে সিগারেটের ছ্যাঁকা ও লুঙ্গিতে আগুন সীতাকুণ্ডে ৪৫০শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন পাঁচবিবিতে চানপাড়ায় ভুয়া এনজিওর নামে কোটি টাকার প্রতারণা, আটক আসাদুজ্জামান মানিক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির শহীদ জিয়া প্রজন্ম দলের (BJSZPD)কেন্দ্রীয় কমিটি অনুমোদন ঘোষণা উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্যের দায়ে কুড়িগ্রামে সহকারী শিক্ষক বরখাস্ত ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, কর্তৃক ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফ্রিতে সিম নিয়ে কানাডিয়ান ভিসা প্রত‍ারণার আসামী নীলফামারীর শারমিন প্রকাশিত সংবাদের প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

পাঁচবিবি ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Muktakathan News
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২ Time View

আল আমিন,জয়পুরহাট প্রতিনিধিঃ এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হলো ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

রবিবার (১৮ মে ২০২৫) সকাল ১০টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধুরইল এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানে আয়োজিত হয় আনন্দঘন ও হৃদয়ছোঁয়া এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের উপাধ্যক্ষ পারুল রাণী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মোঃ আবু সুফিয়ান (মুক্তার)। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, নৈতিকতা এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি প্রত্যেক শ্রেণির মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষিকা মোছাঃ নাহিদা আক্তার এবং অফিস সহকারী মোছাঃ আরজিনা বেগম। তাঁরা শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত পাঠদানের গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।

অভিভাবকদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ২য় শ্রেণির ছাত্র শাকিব আহম্মেদের মা সাবিনা ইয়াসমিন, নার্সারি শ্রেণির ছাত্র ফারহান-এর মা হাফিজা আক্তার এবং প্লে-গ্রুপের ছাত্র আমির হামজার মা আয়শা সিদ্দিকা। তাঁরা সন্তানের অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “শ্রেষ্ঠ মা সম্মাননা” প্রদান। শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন আদর্শ মাকে ‘শ্রেষ্ঠ মা’ হিসেবে সম্মানিত করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানান, সন্তানের সফলতা শুধু শিক্ষকের একক প্রচেষ্টায় নয়, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।

এই আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছে স্কুল কর্তৃপক্ষ, যাতে শিক্ষার পরিবেশ আরও আনন্দময় ও উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102