সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ১২:৩৬:৫৪ প্রিন্ট সংস্করণ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (১৮ মে) দুপুরে বীরগঞ্জ উপজেলা গেট সংলগ্ন বেবী সুপার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সম্প্রতি (১৭ মে) শনিবার কালবেলা পত্রিকায় আমার নামে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্য ও ভিত্তিহীন। আমি বিভিন্ন ভাবে জানতে পারি যে গত কয়েক দিন আগে বীরগঞ্জ উপজেলার বর্ষা এলাকার প্রাইভেট প্রতিষ্ঠানে চাঁদা বাজি করতে গিয়ে সি সি ক্যমেরা ফুটেজ দেখে কয়েক জনের নামে গত ১৪ মে তারিখে হাফিজা খাতুন অরফে সভা স্বামী তৌফিক এহেসান একটি মামলা দায়ের করেন। ঐ মামলার ২নং আসামি এই উপজেলার শীতলাই গ্রামের মোঃ সাব্বির হোসেন, পিতা মোঃ আফতাব উদ্দিন, সে একজন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। কিন্তু দৈনিক কালবেলা পত্রিকা প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারি, আমার নামের দলীয় পরিচয় ব্যবহার করে এবং আমার নাম ব্যবহার করে একটি কুচক্র মহল ভুয়া তথ্যদিয়ে কালবেলা পত্রিকায় মিথ্যা প্রচার করিয়েছে। আমি বীরগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ সাব্বির হোসেন আমার পিতার নাম মৃত মোঃ হাসান আলী এবং বীরগঞ্জ পৌর এলাকার ০৭নং ওয়ার্ড মাস্টারপাড়ার স্থায়ী বাসিন্দা। যা আমার এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, কালবেলা পত্রিকার সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। এই মামলাটির সঠিক তথ্য যাচাই বাছাই না করে পত্রিকায় ছাঁপানো হয়েছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ না দিলে, আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সচিব মো. মোকাররম হোসেন পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, মো. আবু সাঈদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Author

আরও খবর

Sponsered content