সারাদেশ

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ১২:১৯:৩৫ প্রিন্ট সংস্করণ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মে রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, জেলার এলজিইডি’র আওতাধীন রাস্তা মেরামতের ৭০% কাজ সম্পন্ন হয়েছে এবং ৩০% চলমান রয়েছে। তাছাড়া সকল উপজেলা হতে প্রাপ্ত মেরামত যোগ্য রাস্তার তালিকা বরাদ্দ প্রাপ্তি এবং অনুমোদন সাপেক্ষে মেরামত কাজ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা জানান, কাজের গুণগতমান বজায় রেখে গৃহীত প্রকল্পসমূহের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে এবং চলমান প্রকল্পসমূহ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।

ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, সমগ্র দেশে নিরাপদ পনি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য বিভিন্ন ধরনের পানির উৎসের ১৭৪০ টি নলকূপের বরাদ্দ পাওয়া গিয়েছে এবং কার্যাদেশ প্রক্রিয়াধীন আছে। প্রকল্প শুরু হতে বরাদ্দকৃত ২০৮৭৪ টি বিভিন্ন পানির উৎসের মধ্যে ১৮৯৬০ টি পানির উৎসের কাজ সম্পন্ন হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। সভায় সরকারের বিভিন্ন দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content