অভিযান

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে রোহিঙ্গা পাচারকারী গুলিবিদ্ধ, পিস্তল-ইয়াবা উদ্ধার

  প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ৩:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় একজন রোহিঙ্গা মাদক পাচারকারী গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও তিনজনকে আটক করা হয়। তবে চারজন সাগরে লাফ দিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা টেকনাফ থানাধীন তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামতে নির্দেশ দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে আব্দুল শক্কুর (৪০) নামের এক পাচারকারী গুলিবিদ্ধ হন। ঘণ্টাব্যাপী ধাওয়ার পর কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি আটক করতে সক্ষম হয়। তল্লাশিতে ১টি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

আটক তিন পাচারকারী হলেন—মোঃ ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) এবং গুলিবিদ্ধ আব্দুল শক্কুর (৪০)। তারা সবাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গুলিবিদ্ধ শক্কুরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা

Author

আরও খবর

Sponsered content