জনপ্রিয় - নিউজ

যানজট নিরসনে সরাইলের ইউএনও ও ওসির প্রশংসনীয় উদ্যোগে স্বস্তি ফিরলো মহা সড়কে

  প্রতিনিধি ২১ মে ২০২৫ , ৪:৪৬:২১ প্রিন্ট সংস্করণ

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া) ঢাকা–সিলেট, ঢাকা–কুমিল্লা ও লাখাই-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের সংযোগস্থল সরাইল বিশ্বরোড মোড়ে টানা তিনদিন ধরে চলা তীব্র যানজট অবশেষে নিরসন হয়েছে সরাইল উপজেলা প্রশাসনের সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে।

বিশ্বরোড মোড়ের সড়কে সৃষ্টি হওয়া গভীর গর্ত ও পানি জমে যাওয়ার কারণে ভারী যানবাহন আটকে পড়ছিল, যার ফলে উভয় দিকেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন ও ওসি রফিকুল ইসলাম সরাসরি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোশারফ হোসেন ফোনে বলেন,
“আশুগঞ্জ–আগরতলা ট্রানজিট রোডের ঠিকাদার প্রতিষ্ঠান এফকন-এর সাথে যোগাযোগ করে আমরা তাদের অনুরোধ করি এবং তারা আমাদের অনুরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

আমি ও ওসি মহোদয় উপস্থিত থেকে পুরো কাজ তদারকি করি এবং যানজট নিরসনের পর আমরা ফিরে আসি।”

গর্তগুলো জরুরি ভিত্তিতে ভরাট করার পর পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয়দের মতে, প্রশাসনের এমন উদ্যোগ শুধু সময়োপযোগীই নয়, বরং একটি প্রশংসনীয় দৃষ্টান্ত এং এতে করে দেশের প্রায় তিন বিভাগের যাত্রীরা উপকৃত হয় । বর্তমানে মহাসড়ক পুরোপুরি সচল এবং যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. নুর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অছি ক্লোজড!

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুর, চান নিয়মিত নির্বাচন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮