এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ দীর্ঘ দুই মাস দশ দিনের অবরোধের পর ইসরায়েলি দখলদার বাহিনী গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করতে ১০০টি ত্রাণবাহী ট্রাকের মধ্যে ৯১টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। ট্রাকগুলো জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় কারিম আবু সালেম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে।
এই দীর্ঘ অবরোধের কারণে গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করে, খাদ্য সংকট ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে, এবং ফিলিস্তিনিদের দুর্ভোগ বেড়ে যায়।
গাজার প্রাইভেট পরিবহন কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশনের প্রধান নাহেদ শুহাইবার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, ইসরায়েল যদিও ১০০টি ট্রাক প্রবেশের কথা বলেছিল, শেষ পর্যন্ত কেবল ৯১টি ট্রাকই প্রবেশ করতে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই ত্রাণবাহী ট্রাকগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের "আল ফারেস আশ শাহেম ৩" প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঁচটি ট্রাকে মৌলিক খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া ইউনিসেফের (জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা) পক্ষ থেকে ১৮টি ট্রাক গাজায় প্রবেশ করেছে।