জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ লতিফকে পুলিশ গ্রেফতার করেছে।
মোঃ লতিফ মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মাটিয়ারবন গ্রামের মৃত আঃছাত্তারে ছেলে।
মধ্যনগর থানার এএসআই মোঃমহিনুর সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানার মাটিয়ারবন এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাটিয়ারবন এলাকা হতে পুলিশের একটি টিম সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ লতিফকে বুধবার সন্ধায় গ্রেফতার করে।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান, মধ্যনগর থানার মাটিয়ারবন এলাকায় থেকে অভিযান পরিচালনা করিয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ লতিফকে বুধবার সন্ধায় গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওই মামলার রায় প্রদানের বহু আগে থেকেই সে পলাতক ছিল ।
সম্পাদক : ফাহাদ
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © মুক্তকথন গ্রুপ