মোঃ নুরুন্নবী উওরা, ঢাকাঃ মানবিকতা যেখানে হারিয়ে যেতে বসেছে, সেখানে এক ঝলক আশার আলো দেখাল উওরাস্হ বগুড়া সোসাইটি। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী আয়োজন।
সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে ৩০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা ছড়িয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উওরাস্হ বগুড়া সোসাইটির আহ্বায়ক মোঃ নাহিদ রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মোশাররফ হোসেন চৌধুরী। প্রধান অতিথির আসন গ্রহন করে তিনি বলেন,
"উওরাস্হ বগুড়া সোসাইটি শুরু থেকেই মানবিক কার্যক্রমে বিশ্বাসী। আমাদের লক্ষ্য হলো—অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মোঃ সজিউল ইসলাম সজল, সদস্য সচিব
এম এম আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক
মোঃ রাজু সরকার,মোঃ জাহাঙ্গীর হোসেন,মোঃ বিপ্লব,মোঃ তোতা মিয়া সরকার,সংগঠনের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই মহতি উদ্যোগে।
খাবার বিতরণ কার্যক্রমটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অসহায় মানুষের হাতে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়,উপকারভোগীরা তাঁদের মুখে হাসি ও চোখে কৃতজ্ঞতা নিয়ে খাবার গ্রহণ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা শুধু খাদ্য সহায়তায় সীমাবদ্ধ থাকতে চান না। ভবিষ্যতে শিক্ষা সহায়তা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি, এবং শীতবস্ত্র বিতরণের মতো আরও সামাজিক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
উওরাস্হ বগুড়া সোসাইটির এমন উদ্যোগ শুধু উত্তরাবাসীর কাছেই নয়, বরং বৃহত্তর সমাজের জন্যও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।