বাংলাদেশ

ভালুকার ২ নং মেদুয়ারী ইউনিয়নে আনসার ও ভিডিপি বাহিনীর ১০ দিনের মৌলিক প্রশিক্ষন

  প্রতিনিধি ২৩ মে ২০২৫ , ১২:৫৫:০৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার ২নং মেদুয়ারী ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ দিনের মৌলিক প্রশিক্ষন, এই কোরবানি ঈদের পর শুরু হতে যাচ্ছে। (পুরুষ ৩২ জন/মহিলা ৩২ জন = ৬৪ জন) যারা এই ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ করতে ইচ্ছুক তারা খুব শীঘ্রই যোগাযোগ করুন

অবশ্যই তার বয়স ১৮ থেকে ২৫ বছরের ভিতরে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে। সে অবশ্যই ২-নং মেদুয়ারী ইউনিয়ন এর বাসিন্দা হতে হবে।
সাথে যে সকল কাগজপত্র আনতে হবে:
১) ভোটার আইডিকাডের ফটোকপি-১ কপি।
২) চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি -১ কপি।
৩) এসএসসি পাস এর সার্টিফিকেটের ফটোকপি – ১ কপি।

যোগাযোগ :
১) মো: রিয়েল হাসান জয়
২-নং মেদুয়ারী ইউনিয়ন দলনেতা & কমান্ডার।
মেদুয়ারী,ভালুকা,ময়মনসিংহ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মোবাইল: 01728098930

★★সুযোগ-সুবিধা:
ক) প্রশিক্ষণ শেষ ভিডিপি সনদ।
খ) ভিডিপি সনদ থাকলে বাহিনীর সকল কারিগরি প্রশিক্ষণ-সেলাই, বেসিক কম্পিউটার, কার ড্রাইভিং, ফ্রিজ ও এয়ার কন্ডিশন, ওভেন মেশিন, টাইলস সেটিং, ইলেক্ট্রিক, ম্যাসনিং, ক্যাটারিং ইত্যাদি গ্রহণের সুযোগ।
গ) স্বল্পকালীন মোতায়েন-পূজা, নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ ইত্যাদিতে অংশগ্রহণের সুযোগ।
ঘ) ভিডিপি সনদ থাকলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ।
ঙ) প্রাপ্যতা থাকা সাপেক্ষে ভাতাভুক্ত ভিডিপি হিসেবে নিয়োগ লাভের সুযোগ।
চ) সাধারণ আনসার, ব্যাটালিয়ন আনসার নিয়োগে অগ্রাধিকার।
ছ) পরিবার পরিকল্পনায় এক বছরের জন্য নিয়োগ লাভের সুযোগ।
জ) প্রশিক্ষণ শেষে যাতায়াত ভাতা প্রাপ্য হবেন।

Author

আরও খবর

Sponsered content