শিক্ষা ও ক্যাম্পাস

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী

  প্রতিনিধি ২৪ মে ২০২৫ , ৩:৪৬:০৭ প্রিন্ট সংস্করণ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারে মতো কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। এতে আটটি অনুষদের সর্বোচ্চ ফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাওয়ার্ড দেয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতি অনুষদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও যৌথভাবে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা দেয়া হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমি প্রথমেই অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। তোমাদের সিভিতে আজকে থেকে একটি স্টার যুক্ত হলো। তোমরা প্রথম হয়েছো যোগ্যতার ভিত্তিতে। যেই যোগ্যতা প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরো উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে।

তিনি আরও বলেন, “এই বিশ্ববিদ্যালয় তোমাকে আজ অসাধারণ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই পুরস্কারের মর্যাদা তোমাকে চাকরি জীবনে প্রদর্শন করতে হবে। তুমি যোগ্যতা দিয়ে প্রথম হয়েছো এটা কোনো সাধারণ বিষয় নয়। কর্মজীবনে তুমি এটার প্রতিনিধিত্ব করবে। তোমরা যতটুকু চেষ্টা করবে ততটুকুই পাবে। আজকে যারা জুনিয়র উপস্থিত আছো তারা ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তদের থেকে তাদের সাফল্যগাঁথা গল্প শুনে অনুপ্রেরণা নিতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩.৮৫ এর নিচে কোনো ডিন’স অ্যাওয়ার্ড দেয়া হয়না। অথচ আমাদের ৩.৮৫ থেকে কম সিজিপিএতে অ্যাওয়ার্ড দেয়া হলো। আমাদের সিজিপিএ বেশি দিতে সমস্যা কোথায়? যারা মেধাবী, পরিশ্রমী এবং গুণগত মানসম্মত, যারা আশাবাদী তাদেরকে সিজিপিএ বেশি করে দেয়া উচিত। তাহলে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এজন্য সিজিপিএ দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের হাতকে একটু প্রশস্ত করতে হবে।”

Author

আরও খবর

Sponsered content