বাংলাদেশ

পাঁচবিবিতে কাজ চলমান রাস্তায় ফাটল, ঝুঁকিতে নতুন ব্রিজ

  প্রতিনিধি ২৪ মে ২০২৫ , ৩:৩৬:১৪ প্রিন্ট সংস্করণ

আল আমিন,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের তুলশীগঙ্গা নদীর উপর নির্মিত কলন্দপুর বেড়াখাই বেইলি ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পুরনো লোহার পাতের ব্রিজটি জীর্ণ হয়ে পড়ায় ভারী যানবাহন চলাচলে মারাত্মক বিপদের আশঙ্কা দেখা দেয়।

এ পরিপ্রেক্ষিতে সড়ক বিভাগ ২০২৪ সালে নতুন একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করে, যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে নির্মাণের শুরুতেই গাফিলতির চিত্র সামনে আসে—একটি গার্ডার ভেঙে নদীতে পড়ে যায়, যা প্রকল্প তদারকির দুর্বলতার প্রমাণ দেয়।

নতুন ব্রিজের উভয় পাশে প্রশস্ত পাকা রাস্তা নির্মাণের পাশাপাশি নদীর স্রোতের ক্ষতি থেকে রক্ষায় গাইড ওয়াল ও ব্লক স্থাপনের কাজ চলমান রয়েছে। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কয়েকজন নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন, তবে তদারকির দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তাকে সেখানে পাওয়া যায়নি।

বৃষ্টির পানিতে রাস্তা প্রশস্তকরণ কাজে ব্যবহৃত মাটি সরে গিয়ে একাধিক স্থানে নতুন পাকা রাস্তার ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। স্থানীয় পথচারী ও অটোভ্যান চালকদের অভিযোগ—রাস্তা বড় করার সময় ব্যবহৃত মাটি ভালোভাবে চাপা বা সুষ্ঠুভাবে সংহত করা হয়নি, যার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, “সড়কটি এখনো নির্মাণাধীন, তাই এমন সমস্যা দেখা দিয়েছে। দ্রুত মেরামত করে ঠিক করে দেওয়া হবে।”

Author

আরও খবর

Sponsered content