প্রতিনিধি ২৫ মে ২০২৫ , ৪:৪৪:১৬ প্রিন্ট সংস্করণ
হাফিজ মাও: মো: ছালিম আহমদ খান, সিলেট প্রতিনিধিঃ আমাদের দেশের রাজনীতিতে এখনো অনেকেই “ক্লিন রাজনীতি” বা আদর্শভিত্তিক নেতৃত্বের গুরুত্বটাই বোঝেন না। রাজনীতি মানেই যেন এখন নিজের স্বার্থ, সুবিধা আর ক্ষমতার খেলা! সাধারণ মানুষের কথা, নীতি-আদর্শ, মূল্যবোধ—সব কেবল কথার কথা হয়ে গেছে।
এই অবস্থার বদল আনতে চায় আজকের তরুণ প্রজন্মের নেতারা। তারা রাজনীতিতে চায় স্বচ্ছতা, সততা, দেশসেবার মানসিকতা এবং জবাবদিহিতা। তারা বিশ্বাস করে, নেতৃত্ব মানেই মানুষের পাশে থাকা—লোক দেখানো কিছু নয়।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, অনেক প্রবীণ রাজনীতিবিদ এই পরিবর্তনের চেষ্টাকে হুমকি হিসেবে দেখছেন। তাই তারা তরুণ নেতাদের দমন করতে চাচ্ছেন, অবমূল্যায়ন করছেন, কিংবা সুযোগ থেকে বঞ্চিত করছেন—যেন তারা নেতৃত্বে এলেই নিজস্ব স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।
আসলে, অভিজ্ঞ রাজনীতিবিদদের এখন দরকার তরুণদের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোদ্ধা হিসেবে দেখা। তাদের গাইড করা, উৎসাহ দেওয়া, প্রয়োজন হলে সংশোধনের সুযোগ দেওয়া—এই দায়িত্ব পালন করলেই তারা নিজেরাই আরও সম্মানিত হবেন।
আমরা যে নতুন, উন্নত ও মানবিক বাংলাদেশ দেখতে চাই, সেটা গড়তে হলে তরুণদের উপর বিশ্বাস রাখতে হবে। শুধু বিশ্বাস নয়—তাদের পাশে থেকে পরামর্শ দিতে হবে, পথ দেখাতে হবে, আর সামনে এগিয়ে যেতে সহায়তা করতে হবে।
তরুণদের দমন নয়—উন্নয়নের পথে সহযাত্রী করে তোলাই হবে রাজনীতির প্রকৃত বিজয়।