উৎসব অনুৃষ্ঠান

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে ভিজিএফের খাদ্যশস্য(চাল) বিতরনী অনুষ্ঠিত 

  প্রতিনিধি ২৯ মে ২০২৫ , ৩:৫১:৪৯ প্রিন্ট সংস্করণ

 আহমদ রেজা, চট্রগ্রাম :  আনোয়ারা উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনায় ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের। আজ রোজ বৃহস্পতিবার ২৮ মে সকাল ৮ ঘটিকায় ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদ সচিব জনাব মোহম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এবং ইউপি প্রতিনিধির সদস্য ও ১,২,৩, ওয়ার্ড মহিলা মেম্বার জনবা রুমি আক্তার উপস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচীতে। বৈরাগ ইউনিয়ন পরিষদে ১৫০০ পরিবারে মাঝে দশ কেজি করে খাদ্যশস্য (চাল) বিতরনী অনুষ্ঠিত।

 

প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আসহায় ও মানবিক অক্ষমতার মাঝে কোন কোন ওয়ার্ডে ১২০ – ১৩০ জন সহ ইউপি ওয়ার্ড প্রতিনিধির মাধ্যমে কার্ড বিতরন করেন।

 

আজ সকাল ৮ ঘটিকায় প্রত্যেকে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ১০ কেজি করে চাল সংগ্রহ করেন।এবং পুরুষ -মহিলাদের জন্য সুন্দর ভাবে বাঁশের সারি দিয়ে। সকলের সারি বদ্ধতার মাঝে ইউনিয় সচিব সহযোগিতায় সকলে সুষ্ঠু ভাবে বিনামূল্যে কার্ড ও হাতের টিপের চাল সংগ্রহন করেন।

 

 

১,২,৩ মহিলা মেম্বার রুমি আক্তার ও ইউনিয়ন সচিন জনাব নজরুল ইসলাম জানান।

 

যে সকল মানবিক সহায়তা কর্মসূচীতে কার্ড গ্রহনকারী এবং যারা কার্ড পায়নি আমাদের সাথে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করতে পারবে এবং চাল নিতে পারবেন।

 

সুষ্ঠুতার পর্যাবেক্ষনের জন্য আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তা সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করছেন বলে জানান।

 

সকলের নিরাপত্তা জোয়ারদার গ্রাম পুলিশ নিয়োজিত করা হয়েছে বলে গনমাধ্যম কে জানান। মহিলা মেম্বার রুমি আক্তার জানান আমার ওয়ার্ডে ১,২,৩ মিলে ১২০ জন পরিপূর্ণ ভাবে কার্ড পৌছায় দিয়েছি। সকলে সকালে উপস্থিত হয়ে তাদের ঈদুল আযহা উপলক্ষে বিনা মূল্যে খাদ্যশস্য (চাল) দশ কেজি করে হাতে তুলে দেন । যাদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে সকলের বলেন।গত বারের চেয়ে এবার ভালো মানের চাল দিয়েছেন।

Authors

আরও খবর

Sponsered content