এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ অপরাধ দমন এবং প্রতারণা প্রতিরোধে নিরাপত্তা বিভাগের চলমান তৎপরতার অংশ হিসেবে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের অর্থনৈতিক অপরাধ দমন শাখা এক নেপালি নাগরিককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার নিজস্ব সম্প্রদায়ের কিছু সদস্যের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের কার্ড এবং সিম কার্ড কিনে তা দেশের বাইরে পাচার করতেন। তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮টি ব্যাংক কার্ড এবং ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, আরও ব্যাংক কার্ড ও সিম কার্ড তার বাসায় রয়েছে। তার বাসায় তল্লাশি চালিয়ে আরও ১২টি ব্যাংক কার্ড, ১৬টি সিম কার্ড এবং বেশ কিছু ব্যাংক সংক্রান্ত কাগজপত্র ও খালি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি জানিয়েছে, সে এই কার্ডগুলো বিশেষভাবে পাচার করার জন্য সংগ্রহ করছিল।
সম্পাদক : ফাহাদ
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © মুক্তকথন গ্রুপ