এইচ এম এরশাদ, আন্তর্জাতিক সংবাদদাতা : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী পাঠানো ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছে। জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ছিল প্রথম স্থানে। এরপর কঙ্গো প্রথম, আর বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে ছিল।
বিশ্বব্যাপী শান্তি রক্ষার এই গুরুত্বপূর্ণ মিশনে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এখন বাংলাদেশি শান্তিরক্ষীরা।
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের এই ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বাড়িয়েছে।