অর্থনীতি

বৃষ্টিতে জমেনি রতকান্দির কোরবানির হাট, হতাশ খামারিরা

  প্রতিনিধি ২৯ মে ২০২৫ , ৩:৫৬:৩৭ প্রিন্ট সংস্করণ

মোঃ তারেক রহমান,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতকান্দি এলাকায় কোরবানির ঈদকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল গরুর হাট। ২৯ মে বাদলবাড়ি সংলগ্ন এলাকায় বসে এই হাট। তবে টানা বৃষ্টির কারণে হাটে ছিল না তেমন ক্রেতা-বিক্রেতার উপস্থিতি। ফলে কেনাবেচা একেবারেই কম হয়েছে।

 

স্থানীয় খামারিরা বলছেন, অনেক আশা নিয়ে তাঁরা গরু নিয়ে হাটে এসেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় হাটে ভিড় জমেনি। কাদায় ভরা মাঠ, পানি জমে থাকা জায়গা আর অনুপস্থিত ক্রেতার কারণে গরু বিক্রি করতে না পারায় তাঁরা হতাশ।

 

একজন বিক্রেতা বলেন, “আমরা কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে লোকজন আসেনি। যা পরিস্থিতি, তাতে গরু বিক্রি করা কঠিন হয়ে পড়েছে।”

 

স্থানীয়রা মনে করছেন, আবহাওয়া ভালো থাকলে আগামী হাটে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে এখনই যে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা, সেটা তারা গভীরভাবে অনুভব করছেন।

Authors

আরও খবর

Sponsered content