মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সাধারণ একটি কেনাকাটাই বদলে দিল ভাগ্য! মাত্র ২৩৫৫ টাকায় HERLAN-এর পণ্য কিনে এক লক্ষ টাকার ক্যাশ পুরস্কার জিতে নিলেন ঠাকুরগাঁওয়ের যুবক বাপ্পি
HERLAN-এর চলমান " লাখ টাকায় লাইফ সাজাই " ক্যাম্পেইনে সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার চালু করে, যেখানে নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনলেই ছিল বড় অঙ্কের পুরস্কার জেতার সুযোগ। সেই অফারেই অংশ নিয়ে চমকে গেছেন রিয়াজুল ইসলাম বাপ্পি নিজেই।
রিয়াজুল ইসলাম বাপ্পি জানান, “HERLAN-এর প্রোডাক্ট এবারের অফার দেখে ক্রয় করিনি তবে মাত্র ২৩৫৫ টাকার কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করি। স্বপ্নেও ভাবিনি এত বড় পুরস্কার জিতব!”
HERLAN-এর বিপণন প্রধান বলেন, “আমরা সব সময় চেয়েছি আমাদের গ্রাহকদের জন্য কিছু ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি করতে। বাপ্পির বিজয় আমাদের এই উদ্যোগের সফলতা প্রমাণ করে।”
পুরস্কার প্রদান অনুষ্ঠানে HERLAN কর্তৃপক্ষ অগ্নি ঘোষ ( ডিভিশনাল সেলস ম্যানেজার), নাজমুল হক( সিনিওর এক্সিকিউটিভ, মার্কেটিং),হারল্যান ষ্টোর ঠাকুরগাঁও এর স্বত্বাধিকারী : মো: হুমায়ুন কবির ও আনোয়ার হোসেন ( আনার) এর মধ্যে রিয়াজুল ইসলাম বাপ্পিকে এক লাখ টাকার চেক হস্তান্তর করে। এই উদ্যোগের মাধ্যমে HERLAN আবারও প্রমাণ করলো যে, তারা শুধু মানসম্পন্ন পণ্যই নয়, গ্রাহকদের ভালোবাসাও অর্জন করতে জানে।
সম্পাদক : ফাহাদ
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © মুক্তকথন গ্রুপ