অনুসন্ধান

ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার – দৈনিক মুক্তকথন নিউজ ।

  প্রতিনিধি ১ জুন ২০২৫ , ৯:৪৪:২৪ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:  ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি মদ বোঝাই পিকআপ ভ্যান। পরে ভ্যানটি তল্লাশি করে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮৮ বোতল ভারতীয় মদ।

রবিবার (১ জুন ২০২৫) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে সকালে মহাসড়কে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে থামার নির্দেশ দেওয়া হলে চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে পালাতে থাকে।

পরে যৌথ বাহিনী ধাওয়া করলে পিকআপটি হাজীরবাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থলে পিকআপটি তল্লাশি করে পাওয়া যায় ৩৮৮ বোতল ভারতীয় মদ।

ওসি আরও জানান, জব্দকৃত পিকআপ ও মদ বর্তমানে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Authors

আরও খবর

সাব-রেজিস্টার প্রদীপের ঘুষ দুর্নীতির অনুসন্ধানে মুক্তকথন নিউজ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার ওসি আরশেদুল হকের বিরুদ্ধে সাধারণ নিরীহ মানুষকে গ্রেপ্তার করার অভিযোগ 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাভাবিক ভাবে ডায়রিয়া আক্রান্ত রোগের সংখ্যা বেড়ে চলেছে ঠাই নেই হাসপাতালে, নেই পর্যাপ্ত সরকারি ঔষধ

“ফ্রী কোরআন শিক্ষার আসর” নিয়ে মুক্তকথন নিউজ এর প্রতিবেদন

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী ও মূল পরিকল্পনাকারীসহ ০৪ জন গ্রেফতার করেছে র‍্যাব-১১।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাঁচ লাখ টাকার বিনিময়ে গ্রাম পুলিশের চাকরি। 

Sponsered content