সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শ্রমিকের মৃত্যু বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ, ১৪’ভারতীয় জেলে আটক নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক সোহেল আহত ইয়ামিন হত্যা মামলার আসামি এএসআই গ্রেফতার ত্রিশালের সাপখালীতে কাঁচা রাস্তায় দুর্ভোগ, পাকা করার জোর দাবি এলাকাবাসীর বাবর ভাইকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফতেপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত বাহা’কে লাল কার্ড দেখালো বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা রামগঞ্জে বিশ্বখ্যাত জতুন পেইন্ট এবং কোটিংস শো-রুমের শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার উলিপুরে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত পরিকল্পনার প্রচারণা

ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগে  অনিয়মের অভিযোগ !

Muktokathan news
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৬৬ Time View

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ, চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার । ঠাকুরগাঁওয়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৯ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। মেধা, শারীরিক যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে জেলা পুলিশ । তবে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রক্সি দেওয়ার অভিযোগও উঠেছে। পুলিশ নিয়োগে ‘ভি’ চিহ্নের অস্বচ্ছতার অভিযোগ তুলে দ্রুত এ নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়েছেন শতাধিক চাকরি প্রত্যাশী ও তাদের অভিভাবকরা। নিয়োগ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে কোনো অনিয়ম হয়নি। স্বচ্ছতার মাধ্যমেই নিয়োগ সম্পূর্ণ হয়েছে। আর প্রক্সি দেওয়ায় একজন আটকও করা হয়েছ। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে চূড়ান্ত ফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি শেখ জাহিদুল ইসলাম।

জানা যায়, সম্প্রতি পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ঠাকুরগাঁও থেকে ১৯ জনকে চাকরিতে যোগদান করানোর কথা রয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার দিকে ১৯ জনের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়। আর ৪ জন ওয়েটিং লিস্টে আছে বলে জানায় নিয়োগ কমিটি।

নিয়োগ কমিটিতে আরও ছিলেন পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা ও লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা। অন্যদিকে পুলিশ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে দলবেঁধে অভিভাবকরা পুলিশ লাইন্সের মূল ফটকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। সবার চোখে মুখে রাগ, ক্ষোভ আর হতাশা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই এগিয়ে আসেন চাকরি প্রত্যাশীরা। তারা জানান, যারা অযোগ্য, মাঠ থেকে বাদ পড়েছে, তারাই লিখিত পরীক্ষায় ডাক পেয়েছে। পরীক্ষায় কয়েকজনকে শিখিয়েও দেওয়া হয়। অন্যজনের হয়েও একজন পরীক্ষা দিচ্ছিল বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি- পুলিশের পক্ষ থেকে নিয়োগ সচ্ছতার কথা বলা হলেও বাস্তাব চিত্র ভিন্ন। পুলিশের বিরুদ্ধে কথা বললে কাল আমাদের বাড়ি থেকে তুলে এনে গুম করে দিতে পারে। তবে পুলিশ নিয়োগ পরীক্ষায় এসে একটা অভিজ্ঞতা হলো যোগ্যতা ও পরিশ্রম করলে চাকরি হবে এটা সত্য নয়, সঙ্গে অন্য কিছুও থাকতে হয়।

এক অভিভাবক বলেন, অনেক আশা নিয়ে ছেলেকে পুলিশে যোগদান করাবো ভেবেছিলাম। কিন্তু এখন আমার স্বপ্নের নাম শুধুই হতাশা। যেদিন মাঠে দৌড় ছিল সেদিন আমার ছেলে বলেছিল মা আমরা যারা ভালো দৌড়েছি তাদের অনেককে বাদ দেওয়া হয়েছে। যাদের গেম প্যান্টে ‘ভি’ চিহ্ন ছিলো তারা এত খারাপ দৌড়েও তাদের ধরা হয়েছে। আমরা প্রতিবাদ করেও কাজ হয়নি। আমি পুলিশ লাইন্সে এসেছি চাকরি প্রত্যাশীদের থেকে শুনতে। এখন এ কথা অনেকেই বলছে। যাদের চিহ্ন দিয়ে রাখা হয়েছে তাদের নাকি পরীক্ষা নেওয়া হচ্ছে। আমার ছেলের চাকরি বড় কথা নয়, প্রশ্ন এখন চাকরির ক্ষেত্রে সচ্ছতার। এসব অভিযোগের তথ্য যাচাই করতে গণমাধ্যমকর্মীরা পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করতে চাইলে গেইট বন্ধ করে দেয় পুলিশ। ভিডিও করতেও বাধা দেয় এবং সংবাদকর্মীদের দূরে অবস্থান করতে বলে। এ সময় এক-দুজন করে পুলিশ লাইন্স থেকে বের হতে থাকেন পরীক্ষার্থীরা। অনেকে সাংবাদিকের সঙ্গে ‘ভি’ চিহ্নের ব্যাপারে কথা বললেও অনেকে এড়িয়ে যান।

হরিপুর উপজেলা থেকে মৌখিক পরীক্ষা দিতে এসেছেন চাকরি প্রত্যাশী আরিফ। বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমি হতাশ।

হতাশার কারণ জানতে চাইলে আরিফ বলেন, আমার চাকরি হবে কিনা জানি না। তবে যেদিন আমার মাঠ হয়। সেদিন যারা ভালো দৌড়াতে পারেনি তাদের মধ্যে প্যান্টে ‘ভি’ চিহ্ন দেওয়া ২৬ জনের মতো ছেলেকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা প্রতিবাদ করেছিলাম। পুলিশ বলেছিল তারা বাদ পড়বে। কিন্তু এখন দেখছি তারা ভেতরে পরীক্ষা দিচ্ছে। এটা স্পষ্টত অস্বচ্ছতা! তাই আমি হতাশ। ‘আমি এতিম, পুলিশে চাকরি পাব স্বপ্নেও ভাবিনি’ একসঙ্গে পুলিশে চাকরি পেয়ে যমজ বোনের চমক আরেক চাকরি প্রত্যাশী বলেন, আমরা তো এমন বাংলাদেশের জন্য জুলাই অভ্যুত্থান করিনি। যারা ফিটনেস টেস্টেই বাদ পড়েছে তারা পরীক্ষায় কীভাবে আসে? ভেতরে আজও প্রতিবাদ করেছিলাম আমাকে পুলিশের বড় বড় কর্মকর্তারা ধমক দিয়ে বসিয়ে দিয়েছে। এ নিয়োগ দ্রুত স্থগিত করা হোক। এ ঘটনার তদন্ত করা হোক।

এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হলে তিনি ‘ভি’ চিহ্নের আওতায় কিনা? পরীক্ষা কেমন হলো? জানতে চাইলে তার সাথে থাকা অভিভাবক তাকে কথা বলতে নিষেধ করেন এবং ক্যামেরা দেখে দ্রুত চলে যান।

আরেক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, লিখিত পরীক্ষার দিনে একজনের পরীক্ষা আরেকজন দিচ্ছে। প্রতিবাদ করলাম। এখন আমার পায়ে পড়তেছে। অথচ পুলিশ কিছুই বলছে না। এ নিয়োগ স্থগিত করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৯ জনকে চূড়ান্ত করা হয়েছে। আরও চারজন ওয়েটিংয়ে রয়েছে। ১৯ জনের মধ্যে যদি কেউ বাদ পড়ে সেক্ষত্রে চারজনের মধ্য থেকে নেওয়া হবে। প্রক্সি দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে তিনি বলেন, যারা রিটেন পরীক্ষা ভালো করতে পারেনি তারা অভিযোগ করবে এটাই স্বাভাবিক। যদি অনিয়ম হয়ে থাকে তাহলে তারা আমাদের জানালো না কেন? আমরা ব্যবস্থা নিতাম। তবে আমরা যদি অভিযোগ পাই তাহলে তদন্ত করে দেখবো। পুলিশ সুপার বলেন, ১২০ টাকায় চাকরি এটা আসলে আমি বলতে চাই না। ১২০ টাকা, তার গাড়িভাড়া আছে, অফিশিয়াল ফি আছে, অনেক খরচ আছে এসব বলে লাভ নেই। যার যে নিয়ম অনুযায়ী হওয়ার কথা তার সেভাবে হয়েছে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102