আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি :ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে যৌথবাহিনি বুধবার (০৪ জুন ২০২৫) দুপুরে মহাসড়কের বগারবাজার-সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে যৌথবাহিনি তল্লাশি চালায়।
র্যাব সূত্র জানায়, ঈদের আগে সড়ক পথে অনেক অঘটন ঘটে, অনেকে নিয়মকানুন না মেনে যানবাহন চালায়, ভাড়া বেশি নেয়, মাত্রাতিরিক্ত মালামাল পরিবহন করে, বেপরোয়া গতিতে যানবাহন চালায়।
এসব প্রতিরোধেই এমন চেকপোস্ট। ঈদের আগে ও পরে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। এদিকে মহাসড়কে যৌথবাহিনির চেকপোস্ট এ যানবাহনে তল্লাশিকালে বিভিন্ন বাহনের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালনা ও মাত্রাতিরিক্ত মালামাল পরিবহনের প্রমাণ মেলে। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ব্যাপারে র্যাব-১৪ এর অধিনায়ক মোঃ নয়মুল হাসান বলেন, ঈদের আগে সড়ক ও মহাসড়কে অনেক গাড়ি ছিনতাই হয়, অপরাধীরা অপরাধ করে মহাসড়ক দিয়ে পালিয়ে যায়। এছাড়া যাত্রী ভোগান্তি ও নিয়ম বহির্ভূতভাবে গাড়ি চালানোর ঘটনাও ঘটে। এসব প্রতিরোধে এমন চেকপোস্ট।
তিনি বলেন, ঈদের আগে ও পরে এমন চেকপোস্ট অব্যাহত থাকবে।