সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০২:১০ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল থেকে পথ ভুলে পঞ্চগড়ে পরিবারকে ফিরে পেতে চায় ছোট্ট রিয়াদ স্কুলছাত্রীকে অপহরণ করে বিয়ে, বিচার চাইতে গিয়ে সালিসেই পিটিয়ে বাবাকে হত্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শ্রমিকের মৃত্যু বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ, ১৪’ভারতীয় জেলে আটক নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক সোহেল আহত ইয়ামিন হত্যা মামলার আসামি এএসআই গ্রেফতার ত্রিশালের সাপখালীতে কাঁচা রাস্তায় দুর্ভোগ, পাকা করার জোর দাবি এলাকাবাসীর বাবর ভাইকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফতেপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত বাহা’কে লাল কার্ড দেখালো বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা রামগঞ্জে বিশ্বখ্যাত জতুন পেইন্ট এবং কোটিংস শো-রুমের শুভ উদ্বোধন

ময়মনসিংহে ঈদের জামাত অনুষ্ঠিত

Muktakathan News
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৫২ Time View

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: উৎসবের আনন্দে ময়মনসিংহে উদ্যাপিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। জেলার প্রায় আড়াই হাজার মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।

এ উপলক্ষে সকাল থেকে নগরীজুড়ে ছিল নতুন পোশাক পরিহিত মুসল্লিদের উৎসবমুখর উপস্থিতি। পরিবার-পরিজনদের নিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতে ছুটে যান বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে।

শনিবার (০৭ জুন ২০২৫) সকাল সাড়ে সাতটায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নিহতদের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়াও নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনূর মার্কাজ মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মসজিদসহ জেলার বিভিন্ন এলাকায় ২ হাজার ৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জেলার প্রত্যন্ত উপজেলাগুলোতেও সকাল থেকে অনুষ্ঠিত হয় ছোট-বড় জামাত। ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ স্থানে কোরবানির পশু জবাই করেন। এ সময় সামাজিক সহমর্মিতার চিত্রও লক্ষ্য করা যায়। কোরবানি শেষে গরিব, দুস্থ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

এছাড়া প্রতিটি জামাতকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই মাঠে সক্রিয় ছিলেন। ঈদগাহ মাঠ ও প্রধান মসজিদগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বোম ডিসপোজাল ইউনিটের সতর্ক অবস্থান এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।

ঈদের জামাত শেষে নগরীর কাঁঠালতলা, টাউন হল মোড়, চায়না মোড়, গাঙ্গিনারপাড়, পাট গুদাম মোড়সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ঈদ শুভেচ্ছা বিনিময়ের উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিল তরুণ-তরুণীরা। বিভিন্ন জনপ্রিয় ঈদগাহ মাঠে ফ্যামিলি ফটোসেশন ও সেলফি তুলতে দেখা যায় তরুণ-তরুণীদের।

এদিকে নগরীর রাস্তাঘাট, বিপণি বিতান, পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতেও ঈদের ছুটির দিনটিতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় সুষ্ঠুভাবে ঈদ উদ্যাপন সম্পন্ন হয়েছে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102