মধ্যনগর প্রতিনিধি : মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে স্বর্ণা মনি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্বর্ণা মনি ওই গ্রামের আলেফ নূরের স্ত্রী।
শনিবার (৭ জুন) দুপুরে তাদের নিজ বসত ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাত অনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে, পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে