সংবাদকর্মীর কথা

সাংবাদিক নোমান আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, লুটে নেওয়া হয় নগদ টাকা ও একটি ডিএস্যালার ক্যামেরা

  প্রতিনিধি ১০ জুন ২০২৫ , ২:৪৩:৪০ প্রিন্ট সংস্করণ

সিলেট বিভাগীয় প্রধানঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় সাংবাদিক নোমান আহমেদের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকের বাজার চার ভাই রেস্টুরেন্টে এর সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নোমান আহমেদ জানান, তিনি প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে দুই যুবক—১।নাঈম মিয়া (২৬), পিতা- সিদ্দেক আলী,

২। ফাহিম আহমেদ (২৩) উভয় আসামীর পিতা- সিদ্দেক আলী,সহ অজ্ঞাত আরো ৭/৮ জন তার ওপর অতর্কিতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর করে, তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে এবং তার সঙ্গে থাকা নগদ ২০,০০০ টাকা ও একটি দামি ডিএস্যালার ক্যামেরা ছিনিয়ে নেয়। এতে তার প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী নোমান আহমেদ কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, নোমান আহমেদ একজন উদীয়মান সাংবাদিক ও সমাজকর্মী হিসেবে এলাকায় পরিচিত।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content

আরও খবর: সংবাদকর্মীর কথা

সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা সাংবাদিকদের মানববন্ধনে প্রতিবাদ

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকর পাশে দাড়াঁতে আবির্ভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকা বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ও জনতার মুখোমুখি —আহসান উদ্দিন খান শিপন

২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ — ব্যবস্থা নেয়নি আরএমপি, সকল সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিক সমাজের