সারাদেশ

“মাদক ছেড়ে কলম ধরো, আলোকিত জীবন গড়ো”-উৎফল বড়ুয়া সিলেটে দৈনিক ইনফো বাংলা’র মাদক বিরোধী ক্যাম্পিং এ বক্তারা

  প্রতিনিধি ১৩ জুন ২০২৫ , ৩:২২:৪৯ প্রিন্ট সংস্করণ

সিলেট বিভাগীয় প্রধান,মোঃ সাইফুল ইসলামঃ দেশে ভয়াবহ মাদক সন্ত্রাসের করালগ্রাসের অন্ধকারে নিমজ্জিত যুব সমাজকে আলোর পথে পরিচালিত করতে এবং মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মানে দৈনিক ইনফো বাংলা ঘোষিত দেশব্যাপী মাদক বিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিং ২০২৫ একটি কুঁড়ি দুটি পাতার শহর সিলেটে সপ্তাহব্যাপী কর্মসূচি ১ জুন থেকে ৯ জুন নগরীর বিভিন্ন এলকায় দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

সিলেটে ইনফো বাংলার সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চট্টগ্রাম থেকে আগত বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া, ডা.ইলা বড়ুয়া,শিক্ষক রূপায়ন বড়ুয়া, শিক্ষকা শিল্পী বড়ুয়া,সংগঠক সাজু বড়ুয়া,ঝন্টু বড়ুয়া, শেলী বড়ুয়া , শর্মিলা বড়ুয়া, শিপ্রা বড়ুয়া, সুপ্তি বড়ুয়া,দেবাশীষ বড়ুয়া, বরণ মুৎসুদ্দী, শেলু বড়ুয়া, ইঞ্জিনিয়ার রক্তিম বড়ুয়া,শরীফ উদ্দিন চৌধুরী, সুজাত, রাসেল, নিজাম,খলিল, সীমান্ত, প্রমিত, সুমিত, সেতু, শ্যামা, কেয়া, এনা প্রমুখ। প্রথম দিনে ভার্চুয়াল মাদক বিরোধী গণসচেতনতা ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করেন দৈনিক ইনফো বাংলা সম্পাদক ও প্রকাশক কল্যাণ চক্রবর্তী।

সচেতনতামূলক বক্তব্যে বক্তাগণ বলেন মাদক দেশের চালিকা শক্তি যুব সমাজের মেরুদন্ড ভেঙে দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থায় চরম বিশৃংখলা দেখা যাচ্ছে। কুফলের দিক জেনেও এক অদৃশ্য শক্তি বশ করে রেখেছে এ সমাজকে। সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ-তরুণী, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ। বক্তাগণ ইনফো বাংলার এই উদ্যোগকে অভিবাদন জানিয়ে বলেন মাদক সন্ত্রাস থেকে যুবসমাজ তথা দেশকে রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। যেমন-পারিবারিক শিক্ষা, স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, বন্ধুত্বপূর্ণ সমাজ গঠন, আইনি ও প্রশাসনিক পদক্ষেপ, কাউন্সেলিং ও মানসিক সহায়তা সর্বোপরি চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।

উক্ত কর্মসূচি সিলেট অঞ্চলের প্রথমদিন শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যােনে, দ্বিতীয় দিন শনিবার জাফলং ও খাসিয়া পল্লী, তৃতীয় দিন নগরীর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও লাক্কাতুরা চা বাগান এলাকা এলাকা সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দের সাথে ঘরোয়া বৈঠকের মাধ্যমে গণসচেতনতার আহ্বান জানানো হয়।।

Author

আরও খবর

Sponsered content