প্রতিবাদ, বিক্ষোভ

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল

  প্রতিনিধি ১৪ জুন ২০২৫ , ৪:৩৫:৫৬ প্রিন্ট সংস্করণ

হাসান মাহমুদ, স্টাফ রিপোর্টার :  ভিপি নুরুল হক নুরের উপর হামলা ও তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনার প্রতিবাদে আশুলিয়ায় এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর-এর উদ্যোগে আশুলিয়া থানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

 

মশাল মিছিলের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর শাখা। এতে অংশগ্রহণ করেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, ঢাকা জেলা উত্তর সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত, দপ্তর সম্পাদক আল মামুন নোমান, আশুলিয়া থানা কমিটির সভাপতি চৌধুরী ফেরদৌস আনোয়ার ইকরামসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

 

নেতারা বলেন, “গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। একজন জনপ্রিয় ছাত্রনেতার উপর এমন বর্বর ও পরিকল্পিত হামলা কখনোই গ্রহণযোগ্য নয়।”

 

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একইসাথে তাঁরা দেশব্যাপী ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

 

উল্লেখ্য, ভিপি নুরুল হক নুরের উপর সাম্প্রতিক হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Authors

আরও খবর

Sponsered content