রাজনীতি

ভোলা জেলা তরুণ্যের সংগঠনের শুভ উদ্বোধন

  প্রতিনিধি ১৪ জুন ২০২৫ , ২:৪৫:৩১ প্রিন্ট সংস্করণ

মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের সর্ব বৃহত্তম দ্বীপ জেলা ভোলায় এর পরিবর্তে ভোলা জেলা তরুণ্যের সংগঠন।নামকরণ করা হয় মানবতার সেবায় সর্বদা আমরা, এই স্লোগানে আজ এক নতুন সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। অনলাইনের মাধ্যমে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে জেলার তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবে আছেন মোঃ সোহেল,ও মো: ইকবাল হোসেন জানান, “এই সংগঠনের মাধ্যমে আমরা পথশিশ শিক্ষা দান, পরিবেশ রক্ষা, রক্ত দান, স্বাস্থ্য সেবা ও ভোলার উন্নয়ন মুলক, ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তরুণদের ভুমিকা রাখবে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে কর্মপরিকল্পনাও ঘোষণা করা হয়, যার মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান ও ক্যাম্পিন, অসহায়দের মাঝে খাবার বিতরণ, শিক্ষামূলক সেমিনার ও কর্মশালা,স্বাস্থ্য সেবা ও ভোলার উন্নয়ন মুলক কাজ, ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, ভোলা জেলা তরুণ্যের সংগঠন ভূমিকা রাখবে।

এ আয়োজন ভোলা জেলা তরুণ্যের সংগঠন এক নতুন আশা ও উদ্দীপনার সঞ্চালনা করবে,বলে জানিয়েছে সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: সোহেল।

Author

আরও খবর

Sponsered content