সারাদেশ

গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা,পরিবারে শোক, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৬:০৫:০৩ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে এক তরুণ কলেজছাত্র মোঃ নাইম মিয়া (২১) কে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতের এক বর্বরোচিত হামলার পর তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (১৬জুন ২০২৫) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নাইম মিয়া গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নের দাওয়া দাইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকায় শোকের ছায়া ফেলেছে।

স্থানীয়রা জানান, নাইম শুক্রবার রাত ৯টার দিকে গ্রামের একটি দাখিল মাদরাসার মাঠে বসে মোবাইল ফোন দেখছিলেন। হঠাৎ একই এলাকার তপু মিয়া, তার বাবা শামছুল, ইসলাম উদ্দিনের ছেলে জলিলসহ কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা একের পর এক কোপ দেয়, গুরুতর জখম অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতের ভাই সোহেল মিয়া ভয়ভীতিতে বলেন, “আমাদের পরিবারকে এখন ভয়াবহ হুমকি দেওয়া হচ্ছে। আমাদের জীবন নিরাপদ নয়। আমাদের দাবি, যারা এ নৃশংসতা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, “নাইম মিয়ার বিরুদ্ধে পূর্বে কয়েকটি মামলা রয়েছে এবং তার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে শত্রুতা ছিল। আমরা দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কাজ করছি।”

এ ঘটনায় পুরো এলাকায় দুশ্চিন্তা বিরাজ করছে। সাধারণ মানুষ শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে প্রশাসনের প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছেন।

একটি মেধাবী ছাত্রের নৃশংস মৃত্যু শুধুই একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য শোকের বিষয়। দ্রুত এবং ন্যায়সঙ্গত বিচার হবে, এই প্রত্যাশায় আছে এলাকাবাসী।

Author

আরও খবর

Sponsered content