সারাদেশ

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ২:০৯:০২ প্রিন্ট সংস্করণ

সেবা খাতে স্বচ্ছতা আনতে এবং নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, “চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতা—এসব ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া গেছে। ওষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে এবং পাঁচ টাকার টিকিট দশ টাকায় বিক্রির তথ্যও পাওয়া গেছে।”

তিনি আরও জানান, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content