দুর্ঘটনা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ছয়, ধস দুই তলা বিল্ডিং

  প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ৭:২৪:১৭ প্রিন্ট সংস্করণ

মো আবীর হাসান,  সাভার উপজেলা প্রতিনিধি :  ঢাকা জেলা সাভার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে এল পি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ছয়জন আহত হয়েছ। এর মধ্যে পাঁচ জনের তথ্য পাওয়া গিয়েছে ( ১)জহিরুলে( ২) (মা) তার( ৩) বউ( ৪) ভাই শান্ত ও বউ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আশুলিয়া নারী ও শিশুর চিকিৎসক।

তবে আহতদের ভর্তি করা হয়েছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিশ্চিতপুর এলাকায় জুয়েল মিয়ার বাড়ি উক্ত ঘটনা ঘটে।

গণমাধ্যম কর্মীরা সরেজমিনে গিয়ে দেখা যায় আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় জুয়েল মিয়ার ঝুঁকি পূর্ণ দুইতলা বাড়িতে দশ পরিবার বসবাস করে বলে জানিয়েছে এলাকার স্থানীয়রা।গতকাল ১৮ জুন আনুমানিক সকালঃ ৭.১০ মিনিটের সময় নিচ তলাায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে।

আহতদের মধ্যে মহিলা শিশুর অবস্থা আশঙ্কাজন। আহতদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আশুলিয়ার ফায়ার সার্ভিসের একটি টিম এবং আশুলিয়া থানা পুলিশ ও অন্যান্ন প্রশাসনিক দল ঘটনা স্থান পরিদর্শন করেছে।

এলাকার স্থানীয়রা জানান দুই তলা বিল্ডিংটি বড় গাথার ভিতর রড ও পিলার বিহীন ঝুঁকিপূর্ন ভাবে নির্মাণ করা হয়েছিল। নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভবনটি ধসে পড়ে। বাড়ির ম্যানেজার জানান সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শব্দ পাই। মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায়।এ সময় আমি নিরাপদে বের হতে পারি।
নিচ তলায় যে রুমে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ওই রুমের এক মহিলা প্রায় ত্রিশ ফুট দুরে বে বস্ত্র অবস্থায় পড়ে আছে। ওই মহিলা সহ এক শিশু গুরুতর আহত হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজন। বাড়ির মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনাস্থলে আসতেছে বলে জানিয়েছে।

Author

আরও খবর

Sponsered content