বাংলাদেশ

বারহাট্টায় রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচার  উপলক্ষে বিএনপির ঈদ পুণর্মিলনী 

  প্রতিনিধি ২১ জুন ২০২৫ , ১২:৪৬:০১ প্রিন্ট সংস্করণ

ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় জেলা ও উপজেলা  বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের  ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচার উপলক্ষে শনিবার বিকাল ৩ টায় ডাঃ দেলোয়ার হোসেন টিটোর গ্রামের বাড়ি উপজেলার বাউসি ইউনিয়নের দশধার গ্রামে  এই পুণর্মিলনীতে প্রায় ২ হাজার মানুষ মিলন মেলা হয়। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর বিএমইউ শাখার সহ সভাপতি ডাঃ দেলোয়ার হোসেন টিটো নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান সদস্য।দীর্ঘ ১৭ বছর পর এমন একটি পরিবেশে মিলিত হতে পেরে খুশি জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এসময় বারহাট্টা উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা বিএনপির নেতা কর্মীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

উক্ত ঈদ পুণর্মিলনী ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ উদ্দিন খান, নেত্রকোনা জেলা বিএনপি’র সিনিয়ার নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বারহাট্টা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রেসক্লাব আহবায়ক শামসুদ্দিন আহমেদ বাবুল সহ সাংবাদিকবৃন্দ ও অত্র এলাকার জনগণ।

Author

আরও খবর

Sponsered content