সারাদেশ

ভালুকায় ছিনতাইকারী ধরে সাহসিকতার পরিচয় দিলেন পথচারী সাফির বিপ্লব

  প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ৫:০২:৫৫ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ডে ছিনতাইয়ের সময় এক পেশাদার ছিনতাইকারীকে জনতার সহায়তায় আটক করেন পথচারী মো. সাফির বিপ্লব। বুধবার (২৫ জুন ২০২৫) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভালুকা পূবালী ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে এক ভদ্রমহিলা রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করে আল-আমিন নামের এক ছিনতাইকারী মহিলার ব্যাগ থেকে এক লক্ষ টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে। ভদ্রমহিলার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে শুরু হয় ধাওয়া।

ছিনতাইকারীকে ধরার চেষ্টায় গুরুতর আহত হন পথচারী মো. সাফির বিপ্লব। পরে তিনিই সাহসিকতার সঙ্গে আল-আমিনকে ধরে ফেলেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত এক লক্ষ টাকা।

ঘটনাস্থলে উপস্থিত হন ভালুকা ট্রাফিক পুলিশের এএসআই মলয়। পরে ছিনতাইকারীকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় ভালুকা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ও মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তাঁরা সাহসী পথচারী সাফির বিপ্লব এবং স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পুলিশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আল-আমিন এর বিরুদ্ধে ভালুকা থানায় পূর্বেও একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তার বাড়ি জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার ওরিয়ন এক নম্বর গেটে।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি ছিনতাই মামলার প্রস্তুতি চলছে।

Author

আরও খবর

Sponsered content