সারাদেশ

অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার, কোতোয়ালি থানা পুলিশের অভিযান

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৫:১৩:৫৩ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এর নির্দেশে ২নং ফাঁড়ি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৬জুন ২০২৫) রাতে ২নং ফাঁড়ির ইনচার্জ সাজেক কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলো—মোঃ জিসান, মোঃ অপু ইসলাম, মোঃ মুরাদ ও মোঃ পারভেজ।

অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কোরাল, ১টি সুইচ গিয়ার ছোরা, ১টি লোহার প্লাস, ২টি লোহার রড এবং ১টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

Author

আরও খবর

Sponsered content