জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরের টাঙ্গুয়া হাওরসহ বিভিন্ন দর্শনীয় এলাকায় আগত পর্যটকদের জন্য ১৭ দফা নির্দেশনা জারি করেছেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিবুর রহমান।
নির্দেশনার মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা, সুশৃঙ্খল নৌযান চলাচল, পরিবেশ সংরক্ষণ ও জনভোগান্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ওসি মনিবুর রহমান। তিনি বলেন, “হাওরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিতে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
নির্দেশনাগুলো হলো:
১. ধারণক্ষমতার বেশি যাত্রী বহন নিষিদ্ধ।
২. লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক—নৌচালক ও পর্যটক সবার জন্য।
৩. প্রতিকূল আবহাওয়ায় হাওরে যাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. হাওরভ্রমণের ছয় ঘণ্টা আগে নির্ধারিত ফরম পূরণ করে থানায় জানাতে হবে। (ফোন: ০১৩২০-১২১০৫৫)
৫. স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা বাধ্যতামূলক।
৬. প্রতিটি নৌযানে ডাস্টবিন রাখতে হবে।
৭. নির্ধারিত স্থানের বাইরে আবর্জনা ফেলা যাবে না।
৮. স্থলভাগের কাছে উচ্চ শব্দে গান বা মাইক বাজানো নিষিদ্ধ।
৯. পর্যটকদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে হবে।
১০. ব্যক্তিগত মালামালের নিরাপত্তা নিজ দায়িত্বে নিতে হবে। অপরিচিতদের প্রতি সচেতন থাকতে হবে।
১১. প্রতিটি নৌযানে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখতে হবে।
১২. রান্নার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১৩. বৈধ লাইসেন্সধারী নৌযান ব্যবহার বাধ্যতামূলক।
১৪. নৌযানের বৈদ্যুতিক সংযোগ নিরাপদ কিনা তা নিশ্চিত করতে হবে।
১৫. অতিরিক্ত একটি ইঞ্জিন রাখতে হবে।
১৬. আবহাওয়ার হালনাগাদ তথ্যের জন্য রেডিও সঙ্গে রাখতে হবে।
১৭. শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।
জরুরি যোগাযোগ:
ওসি মো. মনিবুর রহমান, মধ্যনগর থানা: ০১৩২০-১২১০৫০
জাতীয় জরুরি সেবা: ৯৯৯
ওসি মনিবুর রহমান আরও জানান, “টাঙ্গুয়া হাওর এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আমরা চাই এই সৌন্দর্যকে উপভোগ করতে আসা মানুষরা যেন সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা পান। আইন-শৃঙ্খলা রক্ষা এবং দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানাচ্ছি।”
সচেতনতা, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ—এই তিনটি মূলনীতিকে সামনে রেখে গৃহীত এসব উদ্যোগ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত ও নিরাপদ করে তুলবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।