আবু নাঈম রিপন:স্টাফ রিপোর্টার: নরসিংদীতে রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে নি'র্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।৩০ইং জুন, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিস সংযোগ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে, পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নরসিংদী জেলা গোয়েন্দা সহ প্রশাসনের
একাধিক
টিম এই হত্যাকান্ডের বিষয়ে জানতে মাঠে নেমেছেন বলে
সূত্রে জানা যায়।