সারাদেশ

ময়মনসিংহে কচুক্ষেতে মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ

  প্রতিনিধি ২ জুলাই ২০২৫ , ৩:৩৯:১২ প্রিন্ট সংস্করণ

প্রতিক্রিয় ছবি লাশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে একটি কচুক্ষেত থেকে হোসনে আরা খাতুন (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০২ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হোসনে আরা খাতুন পার্শ্ববর্তী কাউলাটিয়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে। পরিবারের দাবি, মানসিকভাবে অসুস্থ ও সহজ-সরল স্বভাবের হোসনে আরাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কলাগাছের শক্ত পাতা গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শুরু হয়েছে।

নিহতের মা রাবেয়া খাতুন বলেন, মেয়েটি রাত তিনটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে মানসিক সমস্যায় ভুগছিল। তাকে যারা হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, হোসনে আরা অত্যন্ত নিরীহ ও সহজ-সরল মেয়ে ছিল। এমন একজন মানুষকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে।

Author

আরও খবর

Sponsered content