মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর হাওড়ের কাঞ্জারখাল—স্থানীয়ভাবে ‘দুগদুইল্লে ঘাট’ নামে পরিচিত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম রাসেল মিয়া (২৫)। তিনি মদন উপজেলার কুলিহাটী পশ্চিমপাড়া আড়গিলা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আবুল হোসেন।
স্থানীয়দের ধারণা, রাসেল পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশাটি লুট করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে ইটসহ একটি বস্তায় ভরে পানিতে ডুবিয়ে রাখে। কয়েকদিন পর লাশটি পানিতে ফুলে ভেসে ওঠে।
খবর পেয়ে রাসেলের বাবা আবুল হোসেন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। আবুল হোসেন জানান, গত ৩০ জুন সোমবার দুপুর থেকে রাসেল নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার সময় তার সাথে অটোরিকশাও ছিল। এ ঘটনায় মদন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নিহত যুবকের পরিবার তার পরনের পোশাক ও শরীরের চিহ্ন দেখে তাকে শনাক্ত করেছে। তিনি আরও বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”