আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর উত্তর পাড়ায় একটি পারিবারিক কবরস্থান থেকে কংকাল চুরির ঘটনায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী ও নিহতের পরিবার ঘটনাটিকে মানবিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন।
বুধবার (২ জুলাই ২০২৫) সকালে নিহত আইয়ুব আলীর কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পাই স্বজনরা। আইয়ুব আলী ছিলেন ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। পরিবারের লোকজন বিষয়টি তাৎক্ষণিকভাবে ভালুকা মডেল থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবরস্থানের পরিস্থিতি পরিদর্শন করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন,পরিবারের পক্ষ থেকে সকালে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় পাই। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
আইয়ুব আলীর পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগের রাতে কবরস্থানের পাশের রাস্তায় দুই অজ্ঞাত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তবে তাদের আচরণে সন্দেহজনক কিছু মনে না হওয়ায় কেউ কিছু বলেননি। এখন ধারণা করা হচ্ছে, তারাই হয়তো কংকাল চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
এলাকাবাসী বলছেন, কবরস্থান হলো শান্তির স্থান। এখানে এমন জঘন্য ও অমানবিক কাজ আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। আমরা দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।