মুক্তকথন ডেস্ক, প্রতিবেদনে মুস্তাবিন সিয়াম : হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ চিকিৎসাধীন প্যারালাইসড রোগী ও বিএনপি-জামায়াত পদধারী লোকদের পূর্বের ফ্যাসিষ্ট সরকারের ন্যায় এ নিয়ে হতবাক এলাকার সাধারন মানুষ।
আশুলিয়ার আউকপাড়ার শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা শুটার সাদ্দাম ও তার বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। প্রশাসনের নিকট তার ও বাহিনীর সকল অপকর্ম এর নথি, ভিডিও ফুটেজ, তথ্য প্রমান ও একাধিক হত্যা মামলা থাকার পরও আইনগত ব্যবস্থা না নিয়ে তদন্ত ছাড়া সাজানো নাটকে অভিযোগের বিষয়ে অবহিত নন এমন ব্যক্তিদের হয়রানী করায় হতাশা ব্যক্ত করেছেন শান্তিপ্রিয় এলাকাবাসী।
মুলত শুটার সাদ্দাম বাহিনীর টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতিকে ইস্যু করে নিরীহ মানুষের পাশাপাশি বিএনপি- জামায়াত কর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর পাঁয়তারা।
অভিযোগের ২নং বিবাদী সালেহীন খান শাহীদ বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধীনে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৩জুন থেকে চিকিৎসারত। তাঁর ডান হাত প্যারালাইসড হয়ে প্রায় অকার্যকর। তার মেডিকেল রেকর্ড প্রতিবেদকের হাতে সংরক্ষিত। এতেই বুঝা যায় এ অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
লাইলী শুটার সাদ্দাম বাহিনীর মহিলা ক্যাডারদের অন্যতম সদস্য। লাইলী, আদরী, সোহাগী, রাসেল, দুলাল এরা একই পরিবারের এবং শুটার সাদ্দামের বাহিনীর সকল অপকর্মে যুক্ত। এরা এলাকার চিহ্নিত মাদক কারবারী, জবর দখলকারী, পতিতালয় পরিচালনাকারী ও সন্ত্রাসী। এদের অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী। ইদানিং কিছু নাম সর্বস্ব সাংবাদিক তথ্য প্রমাণ ছাড়া টাকার বিনিময়ে মিথ্যা সংবাদ দিয়ে প্রশাসনকে বিব্রত করছে। যা জনমনে বিব্রান্তিও তৈরি করছে।
জানা যায়, শুটার সাদ্দামের মহিলা সন্ত্রাসী গোষ্ঠীর অন্যতম ইয়াসমিন, নাসিমা, রোখসানা, শাহানা, বেলীদের অনৈতিক কর্মকান্ডে এলাকার সাধারন মানুষ জিম্মি।
স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল প্লাজা বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের লীজকৃত জমি জবর দখল করতে চাওয়া শীর্ষ সন্ত্রাসী শুটার সাদ্দাম বাহিনীর জবর দখল পাকাপোক্ত করতে ঢাকায় বসবাস করা ন্যাশনালের বৈধ সদস্য বিএনপি নেতা, জামায়াত নেতাদের জড়িয়ে এই মিথ্যা অভিযোগের অবতারণা। এলাকাবাসী তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান।