অনুসন্ধান

সাভারের আলোচিত হত্যা মামলার প্রধান আসামী শামীম গ্রেফতার

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ১২:৩৫:২৭ প্রিন্ট সংস্করণ

মুক্তকথন ডেস্ক, সাভার : ঢাকা জেলার সাভার থানাধীন কাটপট্টিতে সংঘটিত চাঞ্চল্যকর ও আলোচিত হত্যা মামলার প্রধান আসামী শামীম (২৪) অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এবং র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শামীম (২৪), পিতা- গেদা বাবুর্চি, সাং- আড়াপাড়া, থানা- সাভার, জেলা- ঢাকা। হত্যাকান্ডের শিকার রুহুল আমিন (২৫)-এর সাথে তার পূর্বে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। এরই জের ধরে গত ২৭ জুন দুপুরে সাভারের কামাল রোড সংলগ্ন কাটপট্টি এলাকায় দেশীয় সুইচ গিয়ার চাকু দিয়ে রুহুল আমিনের পিঠ ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে শামীম।

পথচারীরা রক্তাক্ত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। পরবর্তীতে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই আসামী শামীম পলাতক ছিল এবং আত্মগোপনে থেকে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেছিল। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে গোয়ালন্দ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Authors

আরও খবর

Sponsered content