ডাকাতি

পাইকগাছায় খাবারে চেতনা নাশক মিশিয়ে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৫ , ৪:০০:০৭ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় চেতনা নাশক দ্রব্য মিশ্রিত খাবার খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার সহ নগদ দেড় লাখ টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের ৫ জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সাথে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছি। পরবর্তীতে পরিবারের তিন জন সহ আরো দুজন মেহমান এ খাবার খেয়ে অচেতন হয়ে পড়ি। এ সুযোগে রাতের কোনো এক সময় বাড়িতে রক্ষিত ১২ ভরি সোনা ও দেড় লাখ টাকা সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সাথে জমির দলিল এবং ভোটার আইডি কার্ড সহ প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায় তাহারা। এমতাবস্থায় শুক্রবার সকালে উঠে দেখি গেট ও বাক্সে ভেঙে উল্লেখিত সোনা গয়না ও মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী মোঃ ইলিয়াস গাজী ও তাহার স্ত্রী নাছিমা আক্তার এবং কাজের লোক জাহানারা সহ মেহমান রাড়ুলী ইউনিয়নের চক-বড়ভোড়িয়া জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন জামে মসজিদের সহ-সভাপতি মোঃ ফারুক সানা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোড়ল বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ জানান, অজানা পয়জন খাওয়ার ৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

Author

আরও খবর

Sponsered content