বাংলাদেশ

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৫ , ৪:১১:৩০ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুকবার (৪ জুলাই ২০২৫) দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজির শিমলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার কাজী মোঃ আকতার উল আলম এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ রাজু (২৮), পিতা-মৃতঃ চাঁন মিয়া, মাতা মৃতঃ শরীফা খাতুন,
২. মোছাঃ লাকী (২২), স্বামী মোঃ রাজু, পিতা-আঃ হামিদ।
তারা উভয়ে ত্রিশাল থানার ধলা বানিয়াপাড়া (হারুন মেম্বার বাড়ি) এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে চরকালিবাড়ীয়া খলিফাবাড়ী, কোতোয়ালী, ময়মনসিংহে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content