অনুসন্ধান

সরাইল শাহবাজপুরে মসজিদের দ্বিতীয়তলা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার 

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৫ , ২:৫৯:৪৪ প্রিন্ট সংস্করণ

আব্বাস উদ্দিন:স্টাফ রিপোর্টার,(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় শাহবাজপরে এক প্রবাসীর ৯ বছরের মেয়েকে হত্যা করে লাশ ফেলে যায় মসজিদের দোতলায়।

আজ রোববার (৬জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া মসজিদের দোতলা থেকে শিশুটির লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ।

নি’হত শিশুর নাম ময়না আক্তার (৯)। সে শাহবাজপুর চন্দু মিয়া পাড়ার প্রবাসী মোঃ রাজ্জাক মিয়ার মেয়ে।

 

পরিবারের লোকজন জানান, ময়না গতকাল শনিবার নিখোঁজ হয়। আজ সকালে ফজর নামাজের পর শিশুরা মসজিদে মক্তবে পড়তে গিয়ে মসজিদের দ্বিতীয় তলায় ময়নার লাশ দেখতে পায়।

 

এদিকে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তবে বিষয়টি ময়না তদন্তের পর পরিস্কার হবে । লাশ উদ্ধারের পর সরাইল থানাপুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ও পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে।

এবিষয়ে সরাইল সার্কেল সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। সরাইল থানাপুলিশ ও পিবিআই পুলিশের একটি টিম একযোগে তদন্ত করছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য এই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে ।

Authors

আরও খবর

Sponsered content